অাসছে অাবার রোজা

বছর  ঘুরে আসছে আবার
তিরিশটি ফরজ রোজা,
আত্মশুদ্ধির মহান সুযোগ
ঈমান দিয়ে খোঁজা।
লোভ-লালসা দমন রেখে
খোদার ধ্যানে সোজা-
নিজকে করা তাই সর্মপণ
কমাতে পাপ বোঝা।
রোজা হলো দেহের জাকাত
নিষ্ঠুরতা ভোলা,
মানব মনের মুক্তি-শান্তির
পথ হয়ে যায় খোলা।
রহমত,বরকত,নাজাতগুলো
বান্দার জন্য তোলা
আসছে মাহে রমজান, দেবে
সবার কলবে দোলা।

Comments